দেবীদ্বারে ৫ শত পরিবার পেল ইফতার সামগ্রী
দরিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ গড়তে স্বচ্ছল ব্যাক্তিদের পাশে দাড়াতে হবে -ইউএনও হাসনাত খাঁন
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেবীদ্বারে ৫ শত পরিবার পেল ইফতার সামগ্রী
দরিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ গড়তে স্বচ্ছল ব্যাক্তিদের পাশে দাড়াতে হবে – ইউএনও হাসনাত খাঁন
দরিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ গড়তে স্বচ্ছল ব্যক্তিদের নিজ নিজ এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে হবে। অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলোকে কর্মসংস্থানে স্বাবলম্বী ও বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই দারিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর মাদ্রাসা মাঠ পাঙ্গনে আয়োজিত ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং ‘জিএফবি ইউএস’র সহযোগীতায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে যেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এসব কথা বলেন।
‘বন্ধু উন্নয়ন সংস্থার’র সভাপতি এম,এ ওয়াদুদের সভাপতিত্বে এবং বিশিষ্ট ধারাভাষ্যকার রাশেদুল আল আমিন সরকার রাসেল’র সঞ্চালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ’র অধ্যক্ষ এম,এ, সাত্তার, মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন, মোশাররফ হোসেন ভ‚ঁইয়া, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ‘বন্ধু উন্নয়ন সংস্থার’র সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, মো. কবির হোসেন, হজরত মাওলানা এনামুল হক প্রমূখ।
এবিএম আতিকুর রহমান বাশার,
০১৮১৯৮৪৪১৮২, ০৬/০৩/২০২৫ইং।
ছবির ক্যাপশন ঃ দেবীদ্বারে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং ‘জিএফবি ইউএস’র সহযোগীতায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
ছবি ২) দেবীদ্বারে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং ‘জিএফবি ইউএস’র সহযোগীতায় দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন