দেবীদ্বারে ৪৯ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের সাজাপ্রাপ্তসহ ৫ মামলার আসামী বিএনপি নেতা কাউছার গ্রেফতার
এবিএম আতিকুর রহমান বাশার/
কুমিল্লার দেবীদ্বারে ৪৯ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের সাঝা প্রাপ্ত এজহারভূক্ত ৫ মামলার পলাতক আসামী আবু কাউছার(৪৮)কে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাতে ২ হাজার পিস ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের বুড়িরপাড় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু কাউছার উপজেলার বুড়িরপাড় গ্রামের পান্ডব সরকার বাড়ির ইদ্রিস মিয়ার পুত্র এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সুবিল ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছোট ভাই। আবু কাউছার ইউনিয়ন সাবেক ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান বিএনপির সাধারন সম্পাদক পদে রয়েছেন।
তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, অর্থ আত্মসাৎসহ নানা অপরাধ সংগঠনে ৫টি এজহারভ‚ক্ত মামলার পলাতক আসামী। বুধবার রাত ১০টায় ২ হাজার পিস ইয়াবা পাচারের গোপন সংবাদে তাকে গ্রেফতার করতে এস আই মাজহারুল ইসলাম, এসআই মেহেদী হাসান ও এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউছার তার ভাগিনা (ছাত্তার মেম্বারের ছেলে) মো. মোবারক হোসেনের মাধ্যমে ইয়াবাগুলি সরিয়ে ফেলে বলে পুলিশের সোর্স জানিয়েছে বলে পুলিশ জানায়।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ রাত পৌনে ১১ টায় ‘আমার শহর’কে জানান, আবু কাউছার ৫ মামলায় এজহারভূক্ত আসামী। এ মামলাগুলোর মধ্যে কোনটায় জামিনে, কোনটায় সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন। দেবীদ্বার থানার প্রজাপতি গ্রামের অবসরপ্রাপ্ত আব্দুল হালিম নামে এক পুলিশ কর্মকর্তা তার পেনশনের টাকা ব্যবসার নামে নিয়ে কাউছার আত্মসাৎ করে। ওই টাকার বিপরীতে ৪৯ লক্ষ টাকার একটি চেকের বিপরীতে দায়ের করা মামলায় আদালত তাকে ৪৯ লক্ষ টাকা জরিমানাসহ ১ বছরের বিনা শ্রমে কারাদন্ড দিলে সে পলাতক থেকে মাদক ব্যবসা করে আসছিল।