‘কুমিল্লা দেবীদ্বার আদর্শ সমাজ কল্যান পরিষদ’র উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান’
কুমিল্লা দেবীদ্বার প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেবীদ্বার পৌরসভার সদর এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে ‘দেবীদ্বার আদর্শ সমাজ কল্যান পরিষদ’।
শনিবার সকাল ১০টায় সংগঠনের উপজেলো সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার ও সংগঠক তৌফিক আল মামুন ও মো. বাছির হোসেনের নেতৃত্বে দেবীদ্বার নিউমার্কেট বাস ষ্ট্যান্ড থেকে এ অভিযান শুরু করা হয়।
উদ্ভোধনকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার বলেন, আমরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেবীদ্বার সদর এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। রমজানের ইফতার ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে বেশিরভাগ দোকানি ফুটপাতেই বসেন। ধূলাবালী, ময়লা-আবর্জনা মুক্ত রেখে ব্যবসায়ি এবং ভোক্তারা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে বিক্রয় ও কেনা কাটা করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এ পরিচ্ছন্ন অভিযান। পুরু রমজান মাসেই বিচ্ছিন্নভাবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।