শোক বার্তাঃ
দেবীদ্বারের সাবেক ইউপি চেয়ারম্যান বেদন খাঁন (৯০) মারা গেছেন
এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) থেকে/
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় ঢাকা– হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না — রাজিউন।
ফিরোজ আহমেদ বেদন খাঁন, উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর খাঁন বাড়ির মৃতঃ দৌলত আহমেদ খাঁনের দ্বিতীয় পুত্র। তিনি মৃত্যুকালে ২ পুত্র ও ৪ কণ্যা, বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
মরহুম ফিরোজ আহমেদ বেদন খাঁন বানিজ্য মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তিনি কুমিল্লা- ৪ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খাঁনের ছোট ভাই এবং বিশিষ্ট সাংবাদিক সাবেক প্রধান মন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের চাচা।
শনিবার বাদ জোহর নিজ গ্রামের খাঁ বাড়ি জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযার পূর্বে মো. মরহুমের বর্নাঢ্য কর্মজীবন নিয়ে স্মৃতচিারন করেন, সিসিএন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক তরিকুৃল ইসলাম, সাবেক ছাত্র নেতা ও গঙ্গামন্ডল ফাউন্ডেশনের সাবেক সাধারন সম্পাদক আব্দুল আউয়াল ভ‚ঁইয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, জামাতে ইসলামী কুমিল্লা (উঃ) জেলা সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম পাঠান, বিশিষ্ট ব্যবসায়ি সাইফুল ইসলাম খান, সুবিল ইউপি চেয়ারম্যান সারওয়ার হোসেন মুকুল ভ‚ঁইয়া, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, মো. মাহবুবুর রহমান, মরহুমের জামাতা কাজী মো. নুরুল ইসলাম, মরহুমের পুত্র মো. ফয়েজ আহমেদ খাঁন প্রমূখ।
উক্ত স্মৃতিচারণে সঞ্চালনায় ছিলেন, মো. হানিফ ভ‚ঁইয়া এবং জানাযার নামাজ পড়ান মাওলানা মো. আবুল হোসেন।