ন্যায় বিচারে নারীর প্রবেশাধীকার বিষয়ক প্রকল্প অগ্রগতি ও লিগাল এইড শক্তিশালীকরণ বিষয়ক সভায় আদালতে ৪৩ লক্ষ মামলা স্থগিত ও চলমান রয়েছে
এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) থেকে/
দেশের বিচার ব্যবস্থায় বিচার বিভাগে ৪৩ লক্ষ মামলা চলমান এবং স্থগিত রয়েছে। এসব মামলা অধিকাংশই ছোটখাট বিষয়ে দায়ের করা। যা স্থানীয়ভাবে মিমাংসাযোগ্য ছিল। তাই এসব ছোটখাট বিষয়গুলো মিমাংসায় জনপ্রতিনিধি এবং বেসরকারী সংস্থাগুলোর উদ্যোগে মামলা জটিলতা নিরসনে স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ‘জি,আই,জেড’ ও ‘নিজেরা করি সংস্থা’র উদ্যোগে দেববীদ্বার ইউএনও’র সভাকক্ষে ‘ন্যায় বিচারে নারীর প্রবেশাধীকার বিষয়ক প্রকল্প অগ্রগতি ও লিগাল এইড শক্তিশালীকরণ বিষয়ক সভার প্রতিবেদনে ওই বক্তব্য উঠে আসে।
আলোচকরা বলেন, কমিউনিটি ভিত্তিক বিরোধ মিমাংসা ও মামলা ব্যবস্থাপনা শক্তিশালী করে মামলাজট নিরসনের মাধ্যমে দরিদ্র এবং অসহায় নারীদের ন্যায় বিচারে প্রবেশাধিকারকে বেগবান করতে হবে, এ লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা ব্যবস্থাকে শক্তিশালী করনের মাধ্যমে আইনী সেবা সহজ লভ্য করা জরুরী।
আলোচকরা ওই বক্তউপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম’র সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার এমইও গৌতম দে সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রতন চন্দ্র দে, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ইউয়াল খন্দকার, মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
স্বাগতিক বক্তব্যে উক্ত সভায় প্রকল্পের উদ্দেশ্য ও অগ্রগতিমূলক প্রতিবেদন উপস্থাপন করেন, নিজেরা করি সংস্থার ডিপিও গোলশানারা। তিনি তার প্রতিবেদনে আরো উল্লেখ করেন, কর্মসূচী বাস্তবায়নের মধ্যদিয়ে দেবীদ্বার উপজেলার ৪টি ইউনিয়ন রসুলপুর, সুবিল, ইউছুফপুর, ফতেহাবাদ ইউনিয়নে ৯৯টি বিরোধ নিষ্পত্তি রেফারেন্স ১৪টি ডাইভার্সন চবেটি বাস্তবায়ন করা হয়। এর মধ্য দিয়ে দরিদ্র পরিবারগুলো মামলার মতো বিষয় থেকে মুক্তি পায়। এতে সামাজিক সম্পর্কও বজায় থাকে।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নারী নেত্রী জোৎ¯œা কর, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভ‚ঁইয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. আবু সাঈদ, আর্জি সহায়ক ও সাবেক ইউপি সদস্য লাভলী আক্তার, সুপ্রিয়া মন্ডল, সুবর্ণা, উজ্জল হোসেন, ইউপি মেম্বার বাছির উদ্দিন, মিজানুর রহমান প্রমূখ।