কুমিল্লা জেলার প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদেক মৃত্যু বরণ করেন।আমরা গভীর ভাবে শোকাহত।
স্টাফ রিপোর্টারঃ
প্রথম আলো’র ফটো সাংবাদিক এম সাদেক আজ দুপুরে কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি আজ সকালে কুমিল্লা গোমতী নদীতে মাছ ধরা উৎসবের ছবি সংগ্রহ করতে যেতে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার পক্ষ থেকে সভাপতি ওমর ফারুকী তাপস ও সাধারণ সম্পাদক মনির হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আজ (১৭/২/২০২৫) বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাবে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লার সাংবাদিক মহল