১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে সাবেক ছাত্র দলের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েল
স্টাফ রিপোর্টার: চৌদ্দগ্রাম
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, চৌদ্দগ্রামের কৃতিসন্তান তোফায়েল হোসেন জুয়েল দীর্ঘ ১৪ বছর পর চৌদ্দগ্রামের মাটিতে ফিরেছেন। ৬ই আগষ্ট মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ব্যাপক শোডাউনের মাধ্যমে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেন। শোডাউনটি উপজেলার মিয়াবাজার থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সাবেক ছাত্রনেতা তোফায়েল হোসেন জুয়েল বলেন, সদ্য বিদায়ী আওয়ামী সরকার ৮খুনের মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলার আসামী করে চৌদ্দগ্রামের জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখে। দাম্ভিকতা দেখিয়ে হাসিনা সরকার টিকতে পারে নাই। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারী সম্পদ এবং মানুষের জান-মালের নিরাপত্তা দায়িত্ব নিতে হবে আমাদের। আর কোন ক্ষয়ক্ষতি কোনভাবেই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সহ-সভাপতি কাজী জসিম, জেলা যুবদল নেতা মির্জা হিরণ, উপজেলা যুবদল নেতা আকতার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইসহাক ব্যাপারী প্রমুখ।