তিতাসে শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ বৎসর পূর্তি উৎসব পালন
হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসের ৩৭ নং শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ বৎসর পূর্তি উৎসব অনুষ্ঠান
পালিত হয়েছে।
আজ ২৭ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় শোলাকান্দি ঈদগাহ কমপ্লেক্সে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস আলী সরকারের কৃতি সন্তান পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সড়ক ও জনপথ বিভাগের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসি বৃহত্তর কুমিল্লা সমিতি সংগঠনের সভাপতি ডাঃ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আশরাফ , তিতাস উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর, এসএমসির সভাপতি মোঃ বাবুল মোল্লা (বাবলু), ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, স্কুল পরিচালনা কমিটির
সাবেক সভাপতি আব্দুল খালেক মোল্লা, মোঃ ওবায়দুল হক ভূইয়া, সহকারি শিক্ষা অফিসার এসএম আরিফুল হক ও প্রধান শিক্ষক মোসা: আয়েশা ছিদ্দিকা।
মানপত্র পাঠ করেন সহকারি শিক্ষক রাবেয়া বশরী।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফারুক হোসেন ভূইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোঃ শওকত আলী, আবু মুছা, নজরুল ইসলাম সরকার, শাহীন ভূঞা, মোশাররফ হোসেন সরকার, আশ্রাফ উদ্দিন মেম্বার, নজরুল সরকার, শামীম সরকার, বায়েজিদ সরকার, মোঃ জাকির সরকার, আবু বকর, রফিকুল ইসলাম, মোখলেছুর রহমান, মনিরুল হক মনি, জালাল সরকার, আঃ রাজ্জাক ও আবু বকর প্রমূখ।