দৈনিক সময়ের বাংলাদেশ ৩বর্ষে পর্দারপণ
আক্তার হোসেনঃ
হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ ৩টি বছর অতিক্রম করেছে। বস্তু নিষ্ঠ আপসহীন নিরলসভাবে সংবাদ গুলো জাতির নিকট তুলে দরার একমাত্র প্রতিষ্ঠান দৈনিক সময়ের বাংলাদেশ। আজগর হোসেন শাহীন এর সম্পাদনায় দীর্ঘ ৩ টি বছর জাতির সেবা দিতে গিয়ে বহু নির্যাতন উপেক্ষা করে আপসহীন ভাবে সংবাদ প্রচার করেছেন।গত ২৯ জুন ২০২০ সালে দৈনিক সময়ের বাংলাদেশ অনলাইন ভিক্তিক নিউজ পোটাল প্রতিষ্ঠিত হয়েছিলো।আজ দীর্ঘ ৩ টি বছর বিশ্বাসর্থতার সহিত আপসহীন, নিরলসভাবে কাজ করতেছে।দৈনিক সময়ের বাংলাদেশ পত্রিকা সকল শুভাকাঙ্খী কলাকৌশলীও জেলা, উপজেলা প্রতিনিধিদের প্রতিনিয়ত নিউজ দিয়ে সহযোগিতা করায় তাদের প্রতি দৈনিক সময়ের বাংলাদেশ পরিবার কৃতজ্ঞত। সেই সাথে আগামী দিনের পথচলায় নিউজ দিয়ে সহযোগিতা করবেন সেটাই কাম্য।