সারাদেশে বিদ্যুৎ হীন জন জীবন
আজগর হোসেন:
সারাদেশে বিদ্যুৎ হীন জন জীবন বাংলাদেশ আধুনিকতার রুপ মুখ দারন করলেও বাস্তবে তা দারণ করে পাল্টাতে পারেনি বিদ্যুৎ। গেল কয়েক বছর দরে সারা বাংলাদেশে বিদ্যুৎ হীন হয়ে পরেছে, শহর বন্ধরও গ্রাম অঞ্চল গুলো, ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুৎ গড়ে থাকছে ৫-৬ ঘন্টা। রাতের বেলা স্কুল পড়ুয়া ছাএছাএীর পড়াশোনার বিগ্ন ঘটছে এবং এবং কি ছোট ছোট কমল মতী শিশুদের অনেক সমস্যা বোগ করতে হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকয়েক ঘন্টা বাংলাদেশের তাপমাত্রা বেড়ে দ্বিগুণ বলে অনেকে দারণা করছেন, দিনের বেলা বেশির ভাগ মানুষ গাঁয়ের পোশাক ছাড়া রাস্তায় চলাচল করতে দেখা গেছে।এবং কি অনেকে রাএি বেলাও তেমনটা ঘুমাতে গেলে বিদ্যুৎ সমস্যা ঘুমাতে পারছেন না বলে মনে করেন। নাম অপ্রকাশিত একজন বলেন বাংলাদেশ সরকারের কিচু এমপি মন্ত্রী রা বেশ কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এদেশে মানুষ বিদ্যুৎ মাথায় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলবে বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ এখন ঐ এমপি মমতাজ কই আমাদের কে বিদ্যুৎ দাও বলে খোব জেরে বলেন মুখে বড় বড় কথা বলে। কাজের বেলায় কিছু নাই। বর্তমান সরকারের কিছু এমপি মন্ত্রীরা এদেশের মানুষের বাগ স্বাধীনতাকে হরণ করেছে সাধারণত মানুষ মুখ দিয়ে কিছু প্রতিবাদ করলে ঐব্যক্তির বিরুদ্ধে মামলা হামলার হুকমি দিচ্ছে কিছু প্রবাব শালি নেতা খেতারা বলে অনেকে দাবি করেন।এবং বলেন তারা আজ আমাদের জান মালের দায়িত্ব না নিয়ে আমাদের কে বিদ্যুৎ হীন করে রেখেছে।আমরা চাই বর্তমান সরকার সকলের সরকার মেগা প্রকল্প বিদ্যুৎ কে আরো বাড়িয়ে সরকার জনগনের মাঝে শান্তি ফিরিয়ে আনার আহবান করলেন আম জনতা