তিতাসে শীতার্তের মাঝে কম্বল বিতরণ
হালিম সৈকত, কুমিল্লা্।।
“মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়” এই শ্লোগানকে সামনে রেখে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ৯ নং মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ১০০ জন শীতার্তদের হাতে তুলে দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই কম্বল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী। কিন্তু তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেন নি।
এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, সাবেক এএসপি আব্দুল মালেক,
অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, মেম্বার শানীম খান, মেম্বার ইয়াসিন, ইউপি সচিব আনোয়ার হোসেন ও গিয়াসউদ্দিন প্রনূখ।