পিয়ারলেস ম্যাটস্ এর শিক্ষা সফর ২০২২ সম্পন্ন
স্টাফ রিপোর্টার:
শিক্ষা সফর হচ্ছে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভুক্ত ৪ বছর মেয়াদী মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং কোর্স পিয়ারলেস ম্যাটস, মেডিকেল কলেজ রোড, হাউজিং এস্টেট কুমিল্লার বার্ষিক শিক্ষা সফর ২০২২ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ মার্চ ২০২২ খ্রিঃ) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গন থেকে চট্টগ্রামের মিনি বাংলাদেশসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়।
বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে যা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি সমুদ্র সৈকত।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী, রাঙামাটি এবং চট্টগ্রাম এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। নয়নাভিরাম প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আঁধার হৈ-হোল্লুর আনন্দে মেতে উঠে সকলে।
দিনব্যাপি এ শিক্ষা সফরে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,
ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আউয়াল সরকার, নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ।