২নং উজিরপুর ইউনিয়নের নৌকা মার্কার ১ম দিনের গণ সংযোগে জনতার ঢল
আজগর হোসেন শাহীনঃ
নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নায়িমুর রহমান মাসুম ১ম দিনে গণ সংযোগে জনতার ঢল,২নংউজিরপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন ১নং ওয়ার্ড থেকে ৮/১২ /২০২১তারিখ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে গিরে চারদিকে নির্বাচনী আমেজ বইছে জনগণে চেয়ারম্যান প্রার্থীরা ব্যানার, ফেস্টুন,মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের ধারেধারে ভোট চেয়ে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, নির্বাচনে বিজয়ী হলে অঘোচালো ইউনিয়ন পরিষদ কে ঘোচিয়ে মানুষের দুঃখ কষ্ট দূর করে ২নংউজিরপুর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন পরিষদে রুপান্তির করবেন,এমন প্রত্যাশা,করেন প্রভাষক নায়িমুর রহমান মাসুম,র তিনি বলেন আমি যুবলীগের একজন সক্রিয়া কর্মী হিসাবে সততা আদর্শ কে বুকে ধারণ করে দীর্ঘ সময় পাড় করে এই পর্যন্ত আসতে পেরেছি।আমার পিতা ও ছিলে একজন আদর্শ শিক্ষক তিনিও সততা ও আদর্শ কে বুকে লালন করে মৃত্যুর আগ পর্যন্ত একনিষ্ঠ হয়ে সমাজের মানুষে কল্যানে কাজ করেছিলো বিদায় মানুষ এখনো আমার পিতা কে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আর তা আদর্শবান ব্যক্তিদের মানুষ সারা জীবন মনে রাখে বলে আমি বিশ্বাস করি ।আমি ২নং উজিরপুর ইউনিয়নে সকল কর্মকান্ডে সাধারণ মানুষের দূরদিনে পাশে থেকে সহযোগীতা করার চেষ্টা করেছি।বাংলাদেশ আওয়ামীলীগ দলের যে কোন সভা, মিছিল, মিটিং এ দলকে মূল্যায়ন করে সময় মত অংশ গ্রহন করেছি,তিনি বলেন আমাকে বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মুজিব ভাই নৌকা প্রতীক দিয়ে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার সুযোগ দিয়েছে তাই আমি নেতার কাছে চিরঋণি। আগামী ২৬ ডিসেম্বর জনগণের ভোটের মাধ্যমে নৌকার প্রতীক নিয়ে শতভাগ নিচ্ছিত বিজয়ী হয়ে ২নং উজিরপুর ইউনিয়নের জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দিন।