ডিজে গান,হিন্দি সিরিয়াল,ও অশ্লীল সিনেমাকে বাদ দিয়ে সাধারণ মানুষ এখন ওয়াজ মাহফিলের দিকে মনযোগী
আজগর হোসেন শাহীন
ডিজে গান,হিন্দি সিরিয়াল,ও,অশ্লীন ছবি দেখতে দেখতে যুব সমাজের অনেকটা অবক্ষয় পরিণত হয়। ঠিক তখনি একজন মহা পুরুষ এর আবির্ভাব হয়েছে। তার নাম মিজানুর রহমান এসে ২০০৪ দাখিল জিপিএ ৫ পেয়ে আলিম জিপিএ গোল্ডেন পেয়ে স্কলারশিপের জন্য চলে যায় আল আযহার বিশ্ব বিদ্যালয় থেকে। সেখান থেকে ডিগ্রি অর্জন করে ফিরে আসে বাংলাদেশে। শুরু হয় ইসলাম প্রচার দীরেদীরে সারাদেশব্যপী হয়ে উঠে সকলের প্রিয় ড,মিজানুর রহমান আল আযহারী, সারাদেশে গড়ে লক্ষ লক্ষ ভক্তনুরাগী, যুবক,যুবতী,বৃদ্ধ বিদ্ধা, ছোটবড় সকলের হয়ে যায় প্রিয় মিজানুর রহমান আল আযহারী,সাধারণ মানুষ বলেন মিজানুর রহমান সুন্দর ও মার্জিত ভাষায় সহজ ভাষা ওয়াজের মাধ্যমে সকল শ্রোতা কে সহজে বুঝাতে পারায় দেশের শীর্ষ ভক্তায় হয়ে উঠে। ড,মিজানুর রহমানের ওয়াজের মাধ্যমে যুবসমাজ থেকে সকল শ্রেণি মানুষ গান বাজনা,সিরিয়াল, ওহিন্দি অশ্লীল নেমা বাদ দিয়ে গ্রাম থেকে শহরের সকল শ্রেণির মানুষ ওয়াজ মুখি হয়ে পরেছে।