চৌদ্দগ্রামের ১নং কাশিনগর কে ডিজিটাল ইউনিয়নে রুপান্তরি করার প্রত্যাশা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুখলেছুর রহমানের
আজগর হোসেন শাহীন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে গিরে চারদিকে নির্বাচনী আমেজ বইছে জনগণে দৌর গোড়ায় যাবার পাশাপাশি উপজেলা,জেলা,কেন্দ্রীয় নেতৃবৃন্দুর দৃষ্টি আকর্ষন করছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ব্যানার, ফেস্টুন, ওশুভেচ্ছা জানিয়ে আগাম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, নির্বাচনে বিজয়ী হলে অঘোচালো ইউনিয়ন পরিষদ কে ঘোচিয়ে মানুষের দুঃখ কষ্ট দূর করবে।চৌদ্দগ্রাম উপজেলার ১ নং কাশিনগর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন পরিষদে রুপান্তির করার, প্রত্যাশা করছে, জয়মঙ্গলপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে, বীর মক্তিযোদ্ধা হাজী মুখলেছুর রহমানর। তিনি বলেন আমি স্বাধীনতার পূর্বে ও ছাএলীগে সক্তিয় কর্মী ছিলাম মুক্তি যোদ্ধ থেকে পিরে এসে বাংলাদেশ আওয়ামীলীগ করে যাচ্ছি, আমি আওয়ামীলীগ করতে গিয়ে দলের দূরসময় আমার পৌএিক সম্পদ থেকে ২ কানি জমি বিক্রি করে দলের জন্য খরছ করেছি। চৌদ্দগ্রাম উপজেলা ১ নং কাশিনগর ইউনিয়নে দীর্ঘ ২৬ বছর দরে বিশ্বাস্যতার সহিত কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির দায়িত্ব পালন করছি। সমাজের সকল কর্মকান্ডে সাধারণ মানুষের দূরদিনে পাশে থেকে সহযোগীতা করছি , দলের যে কোন সভা, মিছিল, মিটিং দলকে মূল্যায়ন করে সময় মত আংশ গ্রহন করছি,তিনি বলেন আমাকে যদি বাংলাদেশ সরকারের সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মুজিব ভাই দল থেকে আমাকে মনোনয়ন দেয় তা হলে আমি নৌকার প্রতীক নিয়ে শতভাগ নির্বাচনে অংশ গ্রহন করবো।নির্বাচনে বিজয়ী হয়ে জীবনের শেষ সময় টুকু ১নং কাশিনগর ইউনিয়নের জনগণের কল্যাণে কাজ করে যাবো