হবিগঞ্জের চুনারুঘাট সাটিয়াজুরী১৫ কেজি গাঁজা সহ ১জনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
কাইয়ুম সরকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে ১৫ কেজি ১০০গ্রাম গাঁজাসহ এক জনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফের দিকনির্দেশনা এবং ইন্সপেক্টর তদন্ত চম্পক দামের নেতৃত্বে। একদল পুলিশ সাটিয়াজুরী ইউনিয়নের বল্লভপুর গ্রামের শহীদ মিয়ার বাড়ির পিছনের জঙ্গল থেকে ১৫ কেজি ১০০গ্রাম গাঁজাসহ একজনকে আটক করে।
আটককৃত যুবক সুন্দরপুর গ্রামের মৃত দুধই মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫) এসময় আরো ৩জন মাদক কারবারি পালিয়ে যায় বলে জানিয়েছে চুনারুঘাট থানা পুলিশ। পালিয়ে যাওয়া ৩ জনসহ মোট চারজনকে আসামি করে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।