তিতাসে অস্ত্র ও ডাকাতি মামলার আসামী পোড়াকান্দির আলাউদ্দিন আটক
নিজস্ব প্রতিবেদক।। ৮/৯/২১ খ্রি.
কুমিল্লার তিতাস উপজেলার ডাকাতি ও অস্ত্র মামলার ২নং আসামী ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের সাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিনকে (৪২) আটক করেছে তিতাস থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বিকাল ৫ টায় পোড়াকান্দি গ্রাম থেকে তাকে আটক করেছেন বলে জানান তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ হাকিম। তিনি আরও বলেন, আলাউদ্দিন একাধিক মামলার আসামী, তবে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে কুমিল্লা আদালতে চালান করা হয়েছে।
পোড়াকান্দির আলাউদ্দিন এর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ইতোপূর্বে সে ইয়াবা রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। তার কাছে দুটি পিস্তল রয়েছে বলে অনেকেই অভিযোগ করেন। তার কাছে পিস্তল রয়েছে সে একটি অডিও রের্কডে স্বীকার করেছে।
এই বিষয়ে তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ হাকিম বলেন, আলাউদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ইতোমধ্যে তাকে চালান করা হয়েছে।