হত্যার উদ্দেশ্য সাংবাদিকের উপর হামলা
স্টাফ রিপোর্টারঃ
গতকাল সদর দক্ষিণ উপজেলা শুয়াগাজী বাজার
মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে সাংবাদিক আজগর হোসেন শাহীন এর উপর হামলা করে অজ্ঞাত নামা সন্রাসীরা । গঠনার বিবরণে জানা যায় গত ০৩/০৩/২০২৫ ইং তারিখে সাংবাদিক আজগর হোসেন শাহীন রমযানের ইফতারে সামগ্রী নিয়ে বোনের বাড়িতে গিয়ে আসার পথে, শুয়াগাজী বাজার একটি বীজভান্ডারের দোকানে যাওয়ার উদ্দেশ্য। সাংবাদিকের মোটরসাইকেল টি একটি নির্ধারিত রাখতে গেলে এক ভদ্রলোক বলে!সাংবাদিকদ ভাই এখানে আপনার মোটরসাইকেল না রেখে দু,টি মোটরসাইকেল এর মধ্যে খালি জায়গায় আছে সেখানে রাখুন। পরবর্তীতে ভদ্রলোকের কথা মতো সাংবাদিক তার মোটরসাইকেল রেখে আসার সময় পাশে থেকে অজ্ঞাত নামা ব্যাক্তি এসে বলে এখানে কোন চুর, ডাকাত সাংবাদিকের মোটরসাইকেল রাখা যাবে না।এবংকি গালমন্দ শুরু করে। জিজ্ঞাসা করলে বলে সাংবাদিকরা আপনার কি ক্ষতি করেছে, সে কথা বলাতে সে আরো ক্ষিপ্ত হয়ে বলে। সাংবাদিক চুর,ডাকাত,তুইও চুর ডাকাত কথা-কাটাকাটির একপর্যায়ে সাংবাদিক তার পকেটে থেকে মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে গেলে অজ্ঞাত নামা ব্যাক্তি সহ তার সহযোগী ওঅন্যান্যরা তাকে এলোপাতাড়ি কিল, গুশি, লাথি মারতে থাকে সাংবাদিক কে হত্যার চেষ্টা করে। সন্রাসীদের মারধরের সময় ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ৯০০০ টাকা টান মারিয়া চিনাইয়া নিয়ে যায়। সন্রাসীদের মারধরের ফলে সাংবাদিকের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়ে যায়। সন্রাসীদের মারধরের চিৎকার করলে বাজারে লোকজন এসে উদ্ধার করে নির্ধারিত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে সাংবাদিক মোবাইল ফোনে ভিডিও সোস্যাল মিডিয়া প্রকাশিত হলে সাংবাদিকে হুমকি প্রধান করে একটি মহল। বর্তমানে নিরাপত্তার জন্য ০৪/০৩/২০২৫ তারিখে সাংবাদিক আজগর হোসেন শাহীন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/৯ কে আসামি করে সদর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন।এবং সন্রাসীদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আহবান করছে।উক্ত মামলার আইও এস আই জসিম উদ্দিন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।