কুমিল্লার চৌদ্দগ্রামে ১৪কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে RAB ১১ সিপিসি-৩ এর সদস্যরা।
আটককৃতরা হলো,উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম এলাকার তাজুল ইসলামের ছেলে নিয়াজ মোর্শেদ পিয়াস(২৬),একই ইউনিয়নের কাশিপুর গ্রামের আসলাম মিয়ার ছেলে মোরশেদ আকাশ(১৯)।
নোয়াখালী র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার (১১জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৪কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে মাদক পরিবহন করে নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এই বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।