কুমিল্লা তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
…….
হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসের ঐতিহ্যবাহী ৫১নং মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহণ শেষে বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এতে প্রায় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নাজমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মহসীন সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি তিতাস উপজেলা শাখার সভাপতি ও ফ্রেন্ডস ক্লাবের সুহৃদ সদস্য মোঃ নাজমুল হোসেন, সহকারি শিক্ষক লায়লা আনোয়ার ও সাহেরা পারভীন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী সদস্য ডাঃ টিটন সরকার টিটু, অভিভাবক সদস্য মোঃ খোকন মিয়া, সহকারি শিক্ষক অনিতা রানী সাহা, তাইজুদ্দিন আহমেদ, মোঃ আমির হোসেন, হাবিবুর রহমান ফারুক, মনিরুল ইসলাম, কাকলী রানী রায়, তাজনীন আক্তার, তাহমিনা আক্তার ও মোঃ মোকাদ্দেছ হোসেন প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ হানিফ মিয়া।