চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল জলিল রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, সহসভাপতি আবু বকর সুজন, সহসাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, কার্যনির্বাহী সদস্য মনোয়ার হোসেন ও সাংবাদিক আবদুল মমিন ভূঁইয়া মিরু প্রমুখ। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।