কুমিল্লায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করল
“সাংবাদিক কল্যাণ পরিষদ”
মোঃ আবদুল আউয়াল সরকার,
কুমিল্লা জেলা প্রতিনিধি:
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হলো মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। এর মধ্য দিয়ে এলো হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা।
মহান বিজয় দিবস উপলক্ষে “সাংবাদিক কল্যাণ পরিষদ” মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২ খ্রিঃ) সকালে সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপস ও সাধারণ সম্পাদক মনির হোসেনের নেতৃত্বে সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্যরা কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় সাংবাদিক কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার,সাংবাদিক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক নেকবর হোসেন, সাংবাদিক বাবর হোসেন, সাংবাদিক রবিউল বাশার খান,সাংবাদিক মোঃ কামরুজ্জামান,সাংবাদিক সোহাগ মিয়াজী,সাংবাদিক মোঃ শাফি, সাংবাদিক মাইনুল হক ও সাংবাদিক মেঃ আবদুল আউয়ালসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।