প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করছে কুমিল্লা বিজ্ঞান কলেজ
মনোয়ার হোসেন: কুমিল্লা মহানগরীর নবাববাড়ি এলাকায় ২০১১ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা বিজ্ঞান কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলের দিক থেকে অন্যতম শ্রেষ্ঠ কলেজ হিসেবে পরিচিতি লাভ করেছে।
ফলাফলের পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবনেও অগ্রণী ভূমিকা পালন করছে কুমিল্লা বিজ্ঞান কলেজ, তারই ধারাবাহিকতায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ এ প্রকল্প উপস্থাপনায় সিনিয়র গ্রুপে জেলা পর্যায়ে প্রথম স্থান ও ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এ প্রকল্প উপস্থাপনায় সিনিয়র গ্রুপে সদর দক্ষিণ উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
কুমিল্লা বিজ্ঞান কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সনজিৎ মন্ডলের তত্ত্বাবধানে ও একাদশ শ্রেণীর ছাত্র গ্রুপ লিডার সালাউদ্দিন সজিবের ব্যবস্থাপনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপস্থাপিত প্রকল্পগুলো হলো- একুশে রোবট, সাশ্রয়ী আধুনিক সৌর বিদ্যুৎ প্রকল্প, ইন্টেলিজেন্ট ওয়াটার টেপ, বিদ্যুৎ ও পানি অপচয় রোধ প্রকল্প।
এ বিষয়ে কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালমান বলেন, ‘আমরা ছাত্র-ছাত্রীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে মননিবেশ করার জন্য জোর দিয়ে থাকি। উন্নত এবং আধুনিক বিশ্ব ও দেশ গঠনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে এবং তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে’।