কুমিল্লায় সন্ত্রাসী হামলায় বৃদ্ধা-শিশুসহ আহত ৫
নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ২ নং চৌয়ারা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের প্রতাপপুর (হরকল) গ্রামের সর্দার বাড়িতে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে বৃদ্ধা-শিশুসহ আরো ৫/৬ জনকে আহত করার ঘটনা ঘটিয়েছে। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রবিবার রাত আনুমানিক রাত ৮ টা ৩০ মিনিটে আহতদের উদ্ধারে সহযোগিতা করেন গোলাম মোস্তফার একমাত্র ছেলে সহ স্থানীয়রা। আহত হলেন গোলাম মোস্তফা (৬০),নাতনী উম্মে নুসরাত নাহিয়ান (১৪), উম্মে নুসরাত নোহা(৯),ও মেয়ের ঘরের নাতনী উম্মে নুসরাত সাবা(১৩),পুত্রবধু বিথী(২৯),ঘটনা প্রসঙ্গে ট্রমা হাসপাতালের আই.সি.ইউ’তে আশংকাজনক অবস্থায়, বিথী কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি,মাফিয়া বেগম(৫০) বলেন,আমাদের পাশ্ববর্তী তাদের বসত বিল্ডিং বিগত এক বৎসর যাবৎ আমাদের বসত বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখিয়া আবুল মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩৪),
এই বিষয়ে, সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।যাহাঃ ১৫/২২. এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।