কুমিল্লা আইডিয়াল কলেজ বিতর্ক পরিষদের আত্মপ্রকাশ
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা আইডিয়াল কলেজের বিতর্ক পরিষদের যাত্রা শুরু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) কলেজ মিলনায়তনে “তর্কে নয় যুক্তিতেই মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেনের পরিচালনায় বিতর্ক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আদনান ছাত্তার মজুমদার, বিতর্ক পরিষদের সমন্বয়ক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ের প্রভাষক ফাহিমা আক্তার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিতর্ক পরিষদের সাবেক সভাপতি মন্ডলির সদস্য প্রশিক্ষক আবদুল কাদির তারেক । অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, বিতর্ক নির্দিষ্ট সময়ের মধ্যে মূলবান কথাগুলো বলতে কৌশল শেখায়, কোন বিষয়ে গভীর ভাবে আত্মস্থ বা অনুধাবন না করলে অপরকে বোঝানো যায় না। বিকর্ত তোমাদেরকে এই অনুধাবনের কাজে সাহায্যে করবে। বিতর্কের প্রশিক্ষক আবদুল কাদির তারিক তাঁর প্রশিক্ষনে বিতর্কের পরিচয়, বিতর্কের মাধ্যেমে কিভাবে আলোকিত মানুষ হওয়া যাই, বিতর্কের বিভিন্ন প্রকার ও সনাতনি বিতর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো: নাজমুল হোসাইন খান, কুমিল্লা আইডিয়াল কলেজের বিতর্ক পরিষদের আহবায়ক মরিয়ম আক্তার মনি ও কুমিল্লা আইডিয়াল কলেজের বিতর্ক পরিষদের সদস্যবৃন্দ।