বুধবার, ১৮ জুন ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে মুক্তি যোদ্ধার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ চৌদ্দগ্রাম ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে বাংলাদেশের ব্রি ধান- ১০২ এর যান্ত্রিকীকরণে সু-ফলে লাভবান কৃষক চৌদ্দগ্রামে শাহিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন বৃদ্ধ মায়ের অপমান সইতে না পেরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী দেবীদ্বারের সেই মানষিক ভারসাম্যহীন (পাগলি) ও নবজাতকের ঠিকানা, সরকারি আশ্রয় কেন্দ্রে দেবীদ্বারে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঝড়ে পড়ল ১০২ পরীক্ষার্থী সকালে নাস্তা খাইয়ে ভিক্ষা করতে বের হন; দুপুরে এসে দেখেন ঘরের তীরে ভাইয়ের ঝুলন্ত লাশ কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি পরিবহন কাউন্টারে হামলা, আহত…৬ কুমিল্লা দেবীদ্বারে ‘গণহত্যা দিবস পালিত’/ দৈনিক সময়ের বাংলাদেশ

সারাদেশে প্রতিদিন সড়কেপথে ঝড়েছে ৩৮ প্রান

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫৩৬ Time View

প্রতিদিন ৩৮ প্রাণ ঝরেছে সড়কপথে

স্টাফ রিপোর্টারঃ

ফেব্রুয়ারি মাসে সেভ দ্য রোড-এর প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন সড়কপথ দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। বাংলাদেশের ৩১ টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড-এর স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি ৫ হাজার ৩৫৪ টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ হাজার ৩৩৩ জন এবং নিহত হয়েছে ১০৭৮ জন। ‘সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর…’ বাক্যটিকে লালন রেখে ২০০৭ সাথে পথচলা শুরু করে সেভ দ্য রোড। যেখানে নায়ক নেই, আছেন নায়ক বানানোর কারিগর; আছেন নতুন প্রজন্মের প্রিয় মুখগুলো। যে কারণে নিরন্তর চেষ্টার হাত ধরে প্রতি বছর দুই ইদ ও বছরের শুরুতে ও শেষে সেভ দ্য রোড যে পথ দুর্ঘটনার তথ্য গত ১৪ বছর ধরে দিয়ে আসছিলো তার চেয়ে একটু এগিয়ে ২০২২ সালে এসে প্রতি মাসের পথ দুর্ঘটনার তথ্য দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিবেদনটি প্রদান করছি। এই কাজে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, আইয়ুব রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্নভাবে সহায়তা করেছেন। করোনা পরিস্থিতির কারণে সেভ দ্য রোড-এর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সড়কপথে সবচেয়ে বেশি ঘটেছে মোটর সাইকেল দুর্ঘটনা। মোটর সাইকেল চালানোর সময় নিয়ম না মানা এবং হেলমেট ব্যবহারে অনীহার কারণে ২১৫১ টি দুর্ঘটনায় আহত ১৭৫২ এবং নিহত হয়েছে ২১৬; অসাবধানতা ও ঘুমন্ত চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ৬০২ টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮৫ এবং নিহত হয়েছে ৬৫ জন; ১৩৭৭ টি বাস দুর্ঘটনায় আহত হয়েছে ১২৯০ এবং নিহত হয়েছে ৩৪৬ জন; পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সাথে চলাচলের কারণে লড়ি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিক্সা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনা ঘটেছে ১২২৪ টি আহত হয়েছে ৯০৫ জন এবং ৪৫১ জন নিহত হয়েছে। সেভ দ্য রোড বরাবরই বলছে- পথদুর্ঘটনার সাথে জড়িতদের বিচার বাস্তবায়ন দ্রুত করলে চালক-সহকারীসহ সবাই সতর্ক থাকবে বলে আমরা আশাবাদী। একই সাথে সেভ দ্য রোড বরাবরই বলছে- পথ দুর্ঘটনায় আহতদের পরিবারকে কমপক্ষে ৩ লক্ষ ও নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হোক। দুর্ঘটনামুক্ত পথ আন্দোলনে নিবেদিত থাকা সবাইকে সচেতনতা তৈরির জন্য কাজ করে যাওয়ারও আহবান জানাচ্ছে সেভ দ্য রোড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin