সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটিকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের আনন্দ মিছিল কুমিল্লার সাবেক পুলিশ সুপার ও ডিআইজি গ্রেফতার কুমিল্লা বুড়িচং মাশরায় মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু জুতার মালা গলায় পড়িয়ে লাঞ্ছিত খাজা মইনুদ্দিন চিশতির  মাজার নিয়ে ষড়যন্ত্র বরদাস্ত করা হবেনা কুমিল্লা বুড়িচং ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী ও শিক্ষক বিদায় সংবর্ধনা কুমিল্লা বুড়িচং উপজেলায় মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ জন যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি সাবেক আইজিপি শহীদুল হকের দুদিনের রিমান্ড কুমিল্লায় সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় সাংবাদিক ইয়াসমীন রীমা সংবর্ধিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৫৪১ Time View

কুমিল্লায় সাংবাদিক ইয়াসমীন রীমা সংবর্ধিত।

মোঃ আবদুল আউয়াল সরকার,
জেলা প্রতিনিধি,কুমিল্লা।

মানুষকে সম্মান করা সব ধর্মেরই তাৎপর্যপূর্ণ শিক্ষা।মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হিসেবে। সুতরাং জন্মগতভাবেই তার অনেক অধিকার আছে, সম্মান আছে। প্রত্যেক মানুষের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমেই শুধু মানবাধিকার নিশ্চিত হতে পারে, অন্য কোনো উপায়ে নয়।জাতি ভেদহীনতা, বর্ণবৈষম্যহীনতা এবং সৎকর্মের মাধ্যমে উচ্চমর্যাদা অর্জনের স্বীকৃতি মানুষকে সম্মানিত করারই মূলমন্ত্র। মানুষ তখনই পরস্পরকে সম্মান করতে পারে, যখন নিজের মধ্যে মানবিক সম্মানের মূল্যবোধ গড়ে ওঠে।

এশিয়া ফাউন্ডেশন ও দি হাঙার প্রজেক্টের উদ্যোগে সেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার অর্জন করায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমাকে আপনজন সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি ২০২২ খ্রিঃ) সকালে কুমিল্লা নগরীর দৈনিক আমাদের কুমিল্লা অফিসে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা এ সম্মাননা প্রদান করে।

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সিনিয়র সহ সভাপতি খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আপনজন সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারী মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক,কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল,বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস। অনুভুতি ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি ও দ্যা নিউ এজের কুমিল্লা জেলা প্রতিনিধি ইয়াসমীন রীমা।

অতিথিবৃন্দসহ সাংবাদিক সমিতি কুমিল্লার নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি ইয়াসমীন রীমাকে সাংবাদিক সমিতি কুমিল্লার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

সংবর্ধিত অতিথি বিশিষ্ট সাংবাদিক ইয়াসমীন রীমাকে অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন , প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার ,মাইটিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, দৈনিক বুড়িচং ব্রাহ্মনপাড়া সংবাদের সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, দ্যা হাঙ্গার প্রজেক্টের সংগঠক সাহানারা হক ,দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক কালের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান,নিউজ বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু , দ্যা বিজনেস স্টার্ন্ডাড কুমিল্লা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল প্রমুখ।

সংবর্ধিত অতিথি বিশিষ্ট সাংবাদিক ইয়াসমীন রীমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা, এইড কুমিল্লা, দৈনিক বুড়িচং ব্রাহ্মনপাড়া সংবাদ, কুমিল্লা আইডিয়াল কলেজ, সিনিয়র ফটো সাংবাদিক এনকে রিপন, সদর দক্ষিণ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ ফয়সাল কারীম, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

ব্রাহ্মনপাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ,ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস বার্তার বার্তা সম্পাদক মহিউদ্দিন আকাশ, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেল, দৈনিক লাখো কন্ঠের কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার , বাধন কুমিল্লা ইউনিটের সাবেক সভাপতি জোবায়দা ইয়াসমিন মুমু প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন মিডিয়ার অসংখ্য সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আলোচনায় অতিথিবৃন্দসহ বক্তারা সংবর্ধিত অতিথি সাংবাদিক ইয়াসমীন রীমার বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার সুস্থাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বলেন, সাংবাদিক ইয়াসমীন রীমার মত কুমিল্লায় আরো বেশী নারী সাংবাদিক এগিয়ে আসা উচিত ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin