কুমিল্লায় করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৯২ও সুস্থ ২০,মৃত্যু নাই।
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২দশমিক ৭%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৪টা ৩৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২১জানুয়ারী বিকেল থেকে ২২জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৮১৪জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৭৯জন,লাকসাম ০১জন,লালমাই০১ জন,মনোহরগন্জ০১ জন,নাঙ্গলকোট০১ জন, হোমনায় ০৪ জন,আর্দশ সদর ০১জন,বরুড়া ০২জন, দেবিদ্বার ০২জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৯জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ১০জন,মনোহরগন্জ ০৫ জন,বরুড়া ০৫ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ১৯৪জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।