কুমিল্লায় এশিয়ান টিভি’র ৯ম বর্ষপূতি পালন
মোঃ আবদুল আউয়াল সরকার,
সিনিয়র স্টাফ রিপোর্টার,কুমিল্লা।
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন ৯ম বর্ষ পেরিয়ে ১০ম বর্ষে পা রাখছে।
১৮ জানুয়ারি ছিলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূতি। এ উপলক্ষে কুমিল্লার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ১০টি কোরআন খতম, দোয়া, মিলাদ মহফিল, র্যালী, আলোচনা সভা কেককাটাসহ এতিম ছেলেদেরকে মধ্যহ্ন ভোজের মধ্যে দিয়ে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক এর সভাপত্বিতে জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান, রাজনৈতিক ও সামাজিক প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি ২০২২ খ্রিঃ) কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে অতিথি ও সুধীজন উন্নয়ন সাংবাদিকতায় দেশের উন্নয়নে এশিয়ান টিভি অসাধারন ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন। বক্তারা আরো বলেন, দেশের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বস্তু নিষ্ট সাংবাদিকতায় এশিয়ান টিভি দেশের মানুষের মনে স্থান নিয়েছে। দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক ও উন্নয়ন চিত্র তুলে ধরে এগিয়ে যাবে এশিয়ান টিভি, এমন প্রত্যাশা করেন তারা।
বিগত সময়ের মত আগামীতেও এশিয়ান টিভির সাথে থেকে কুমিল্লার সাথে সাথে দেশের উন্নয়নে সহযোগিতার আহব্বান জানান অনুষ্ঠানের সভাপতি।
অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধিজনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে নগরীর ১০ টি মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া ও খাবার বিতরন করা হয়।