তিতাসে শপথ নিতে পারেনি ১ চেয়ারম্যান ও ১ মেম্বার
হালিম সৈকত, তিতাস (কুমিল্লাঃ
কুমিল্লা জেলার তিতাস উপজেলাধীন ৯ টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নির্বাচিত গেজেটভুক্ত সাধারণ আসনের ও সংরক্ষিত আসনের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শপথবাক্য পাঠ করান তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ। ৯টি ইউনিয়নের ১০৮ জন নির্বাচিত সদস্যের মধ্যে শপথগ্রহণ করেন ১০৭ জন। হাইকোর্টে মামলা থাকার কারণে কলাকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ মনসুর আলী শপথ গ্রহণ করতে পারেন নি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে ৯টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ৮ জন শপথ গ্রহণ করেন। কিন্তু মামলাজনিত কারণে শপথ নিতে পারেন নি কলাকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ ইব্রাহিম সরকার।
আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোসাঃ মোমিনুর জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আঃ মান্নান মিয়া, কৃষি কর্মকর্তা মোঃ সালাহ্উদ্দিন, শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম প্রমূখ।