২নং উজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ঘুড়ি মার্কা পেলেন আবদুল জলিল খাজা
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে গিরে চারদিকে বইছে নির্বাচনী আমেজ নির্বাচন মার্কা পেয়ে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা ভোটারদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, নির্বাচনে বিজয়ী হলে অঘোচালো ওয়ার্ডকে গুছিয়ে রাখবো। সরকার থেকে যে বরাদ্ধ আসবে সেটাকে জনগণের কল্যাণে কাজ করবো
গত নির্বাচনে আমি জনগণের পাশে থেকে গরীব দুঃখি মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা,রাস্তাঘাট,কালবাট,মসজিদ,ডেইন সহ সকল প্রকার উন্নয়ন মুলক জনগণের কল্যাণে কাজ করেছি। গত নির্বাচনে আমি মোরগ মার্কা নিয়ে নিবাচন করে বিজয়ী হয়েছি। এভার আমার মার্কা ঘুড়ি আগামী ২৬ তারিখ অভাসুস্থ নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ
আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আমাকে আবার আপনাদের সেবা করার সুযোগ দিবেন সে প্রত্যাশা করি। আমি আবারও জনগণের ভোটে বিজয়ী হলে আমার ২ নং ওয়ার্ডকে একটি আধুনিক ডিজিটাল ওয়ার্ডে রুপান্তির করবো,এমন প্রত্যাশা, আবদুল জলিল খাজার তিনি বলেন আমি ২ নং উজিরপুর ইউনিয়নের যুবলীগ,র যুগ্ম সাধারণ সম্পাদক,র দায়িত্ব পালন করে যাচ্ছি, । আমি বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ সহ
, দলের যে কোন সভা, মিছিল, মিটিং সময়কে মূল্যায়ন করে সময় মত আংশ গ্রহন করেছি। আগামী ২৬ ডিসেম্বর জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করে যাবো।