কক্সবাজার আদালতে দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার ১৩ সাংবাদিকের বিরুদ্ধে চিহ্নিত ইয়াবা কারবারীর চাঁদাবাজি ও মানহানি মামলা
আদালত প্রতিবেদক (কক্সবাজার):
কক্সবাজার শহরের পর্যটন এলাকা কেন্দ্রীক কুখ্যাত সন্ত্রাসী, চিহ্নিত ইয়াবা কারবারী, দখলবাজ ও পতিতা ব্যবসায়ী এবং একাধিক চাঞ্চল্যকর মামলার আসামী জয়নাল প্রকাশ ইয়াবা জয়নালের বিরুদ্ধে দৈনিক আলোকিত উখিয়া পত্রিকায় সংবাদ প্রকাশ করায়, পত্রিকাটির ১৩ সাংবাদিকের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদাবাজি ও ১০ লক্ষ টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র জয়নাল (৩৮) বাদী হয়ে দন্ডবিধির ৩৮৫/৫০০/৫০১/৩৪ ধারায় কক্সবাজারের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় (সদর) আমলী আদালতে দায়েরকৃত (সি.আর.নং-৬০৭/২০২১) মামলায় ‘আনীত অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই পূর্বক আগামী ২৩ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ’ কে নির্দেশ দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক জনাবা জেরিন সুলতানা। মামলার আসামীরা হলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বদাতা ও সদস্য পেশাদার সাংবাদিক এবং দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার ক্রাইম নিউজ এডিটর মোঃ শহীদুল্লাহ্, সম্পাদক মোঃ মিজানুর রশিদ, সহ-সম্পাদক ছুরুত আলম, নির্বাহী সম্পাদক সাহাব উদ্দীন, ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌং, পরিচালকগণ যথাক্রমে- জাহেদ হোছেন, বজলুর রহমান জুয়েল, সাহেদ ও পূর্ণ বর্ধন বড়ুয়া এবং তাদের সহযোগী ফেসবুক ব্যবহারকারী যথাক্রমে- ইয়াছিন আরাফাত, ইমরান উদ্দীন, সোহেল আরমান ও এম.ডি আমিনুল ইসলাম।
এদিকে একজন কুখ্যাত সন্ত্রাসী, চিহ্নিত ইয়াবা কারবারী, দখলবাজ ও পতিতা ব্যবসায়ী এবং একাধিক চাঞ্চল্যকর মামলার আসামী জয়নাল প্রকাশ ইয়াবা জয়নালের নানা অপরাধ মূলক কর্মকান্ডের বিষয়ে যথাযথ তথ্য বহুল সংবাদ প্রকাশের জের ধরে, সাংবাদিকদের লেখনী দমন করার অসৎ উদ্দেশ্যে ঐ জঘন্য অপরাধী জয়নাল প্রকাশ ইয়াবা জয়নাল বাদী হয়ে সম্পূর্ণ কাল্পনিক, বানোয়াট ও অবিশ্বাস্য অভিযোগ সাঁজিয়ে মিথ্যা, ফেরবী ও হয়রানী মূলক মামলা দায়েরের ঘটনায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন। সচেতন মহলের মতে, ১৩ জন সাংবাদিক মিলে একজন চাঁদাবাজের নিকট মাত্র ২০ হাজার টাকা চাঁদা দাবী করা এবং যথাযথ সত্য সংবাদ প্রকাশের ফলে কুখ্যাত সন্ত্রাসী, চিহ্নিত ইয়াবা কারবারী, দখলবাজ ও পতিতা ব্যবসায়ীর ১০ লাখ টাকার মানহানি হওয়ার কথা হাস্যকর বটে। মামলার আসামী হওয়া সাংবাদিকগণ মামলাটির তদন্তের দায়িত্বপ্রাপ্ত থানা পুলিশের সঠিক তদন্তে আদৌ তেমন কোন অভিযোগের এতটুকু সত্যতা পাবেন না বিধায় মামলার দায় হইতে অব্যাহতি প্রাপ্তির আশাবাদী এবং সকল অন্যায়-অপরাধীর বিরুদ্ধে লেখনীতে অবিচল থাকার দৃঢ় প্রত্যয়ী।