নান্দাইলে সিংরইল নিঃস্বার্থ সমাজকল্যাণ ফাউন্ডেশন রুপ কার্প ফুটবল টুনামেন্ট -২০২১ ইং উদ্যোগে
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মেনহাজ সরকার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আর্তমানবতার সামাজিক সংগঠন ‘সিংরইল নিঃস্বার্থ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে মিনি বার ফাইনাল ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর )নান্দাইল উপজেলা সিংরইল ৩ নং ওয়ার্ডে সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে,ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাব একাদশ বনাম ভাই কিংস স্পোর্টিং ক্লাব একাদশের মধ্যে রুপ কার্প ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুনামেন্ট ফাইনাল ম্যাচের শুভ উদ্ভোধন করেন সিংরইল ইউনিয়ন আওয়ামিলীগের বার বার নির্বাচিত সভাপতি ও ৮ নং সিংরইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রদপ্রাথী জনাব ছাইদুল ইসলাম সাহেব।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিংরইল ৩ নং ওয়ার্ড এর মেম্বার প্রদপ্রাথী বিশিষ্ট সমাজ সেবক মানবাধিকার কর্মী জনাব, মাসুদ রানা,বর্তমান ইউপি সদস্য ও ৮ নং সিংরইল ইউনিয়ন যুবলীগ সভাপতি,জনাব সাইদুল ইসলাম,৷ সাবেক ইউপি সদস্য আবুল বাশার বাচ্চু,সিংরইলের সাবেক ফুটবলার আতিকুল ইসলাম,নিঃস্বার্থ সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল আলম (সনি) সাধারণ সম্পাদক, আশিকুর রহমান,সহ-সভাপতি,আশিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক,আলী আজগর সানমুন,দূর্যোগ বিষয়ক সম্পাদক,খায়রুল আলম রনি,যুগ্ম সাধারণ সম্পাদক,হাসিয়াম সাকিম বিজয়,কার্য নিবাহী সদস্য,রাফিদুল ইসলাম খান,অর্থ বিষয়ক সম্পাদক,মোঃ মোশারফ,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক,আল-আমিন,প্রচার সম্পাদক,মোহাম্মদ তুহিন,সদস্য,সাব্বির আহমেদ,সদস্য, রাফিদুল ইসলাম খান,বঙ্গ টিভি,ময়মনসিংহ জেলা প্রতিনিধি,শাহাবুদ্দিন ফকির সহ সিংরইল ইউনিয়ন এর বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন,রেফারি দায়িত্ব পালন করেন, আশরাফুল আলম (সনি) ও টুনামেন্ট কতৃপক্ষ সহ সিংরইল ইউনিয়ন এর বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন এসময় খেলায় সাবেক ফুটবলার নজরুল আলম গুঁতন এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত খেলায় ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাব একাদশ বনাম ভাই কিংস স্পোর্টিং ক্লাব একাদশ নিধারিত সময় দুই দলের মধ্যে ড্র হয় এবং খেলা ট্রাইবেকারে গড়ায়, উক্ত ফাইনাল ম্যাচ ট্রাইবেকারে,ফুটন্ত গোলাপ স্পোর্টিং ক্লাব কে ভাই কিংস স্পোর্টিং ক্লাব ১ শুন্য গোলে হারিয়ে ভাই কিংস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে,খেলায় ভাই কিংস স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় রক্সি সিরিজ সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত হয়, এত সুন্দর ফুটবল টুনামেন্ট আয়োজন করার জন্যে উপস্থিত ক্রীড়া প্রেমিগণ ও অএ এলাকা বাসি আয়োজকদের ধন্যবাদ জানান।