হবিগঞ্জ চুনারুঘাটের সীমান্তে চিরুনি অভিজানে ভারতীয় ৫০কেজি গাঁজা জব্ধ করেছে বিজিবি
কাইয়ুম সরকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্তে পাচারের সময় ৫০ কেজি ভারতীয় গাঁজা জব্ধ করেছে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীর পালিয়ে যায়।
( ২০ সেপ্টেম্বর) সোমবার ভুর সকালে সিমান্তের ১৯৭০/২এলাকা থেকে মাদক গুলো জব্ধ করা হয়।এদিকে গত কাল সন্ধায় ১৯৭০/৩এলাকা থেকে এক কেজি গাঁজা সহ একটি মটর সাইকেল আটক করে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায় মোটর সাইকেলটির মালিক কথিত মাদক সম্রাট রুপেশ জড়া।
গুইবিল বিজিবি ক্যাস্পের সুবেদার মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে,নিজস্ব গোয়েন্দা সদস্য জিয়া রহমানের তথ্যমতে সীমান্তের সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৫০ কেজি গাঁজা জব্ধ করা হয়।জব্ধ মাদক নিয়মানুযায়ী ধ্বংস করা হবে।