শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ খোঁজ পেতে সহযোগিতা চায় পরিবার… ২২ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ বৃদ্ধা আমেনা বেগমের দাপনের ৯ দিন পর বাড়ি ফিরলেন রোকসানা নামে এক তরুণী! এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুমিল্লা বুড়িচংয়ে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে! কুমিল্লা দেবিদ্বার এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রক্রিয়া গোপনে গঠনের অভিযোগ কুমিল্লায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা নিরাপত্তায় থানায় জিডি কুমিল্লা তিতাসে জাগর স্বদিচ্ছা ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় শিশুকে তেঁতুলের লোভ দেখিয়ে ধর্ষণ শেষে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড কুমিল্লায় প্রতারণার মামলায় জেল থেকে বের হয়ে এবার অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেফতার- ৩

তিতাসে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪৬ Time View

তিতাসে হত্যা চেষ্টা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আল-আমিন (২২) ও আরিফুল ইসলাম সোহেল (২৭) নামে দুই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা চেষ্টা মামলা তুলে দিতে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে ভিকটিমদের সাথে কথা বলে জানা যায়, মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী কথিত ছাত্রলীগ নেতা মু. হেলাল উদ্দিন ও কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার এর ভাতিজা শাওন ও খাইরুল ফেইসবুক ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। মামলা তুলে না নিলে যেখানে পাবে, সেখানেই হত্যা করবে আমাদের জানান কালাচান্দকান্দি গ্রামের উত্তর পাড়ার আব্দুর রহিম মিয়ার ছেলে

শেখ রাসেল ও আরিফুল ইসলাম সোহেল। তারা লাঠিসোঁটা নিয়ে প্রকাশ্যে আহত দুই যুবকের গ্রামে মহড়া দিচ্ছে বলেও জানান তারা। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছি। কখন কাকে মেরে ফেলে তা বলা মুশকিল। শেখ রাসেল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,আমার চাচাতো ভাই আহত আল আমিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

উল্লেখ্য আগস্ট মাসের ৬ তারিখে পরিকল্পনাকারী হেলালকে প্রধান আসামি করে তিতাস থানায় ১১ জনের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেছে আরিফুল ইসলাম সোহেল। যাহা তিতাস থানার মামলা নং-৪। সেই মামলাটি তুলে নিতেই চাপ প্রয়োগ করছে হেলাল-বাহার বাহিনী।

উল্লেখ্য,গত বুধবার রাত আনুমানিক ৭ টার দিকে আহত আরিফুল ও আল-আমিনসহ ৩০/৪০ জন যুবক পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার জাহাপুর বটতলী মাঠ থেকে ফুটবল খেলা শেষে পিকআপ যোগে বাড়ি ফেরার পথে উপজেলার কলাকান্দি ইউনিয়নের খানেবাড়ি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁছলে কালাচান্দকান্দি গ্রামের জাহাঙ্গীর গংরা পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকে ওৎপেতে থাকা এবং সংঘবদ্ধ দলটি বাদী আরিফুল ইসলাম সোহেল ও আল-আমিনের গতিরোধ করে । এ সময় আল-আমিন আত্মরক্ষার জন্য দৌড়ে উত্তর মানিকনগর এরশাদ মিয়ার বাড়িতে পৌঁছলে তারাও পিছু ছুটে এবং ওই খানেই সংঘবদ্ধ দলটি আরিফুল ও আল-আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার সেকেন্ড অফিসার মধুসুদন সরকারের মোবাইল ফোনে কল করে হুমকির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,আমাকে কেউ এখন পর্যন্ত বলে নাই যে তাদেরকে মামলা তুলে নেবার জন্য হুমকি দিচ্ছে। যদি এমন অভিযোগ আসে তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 dailysomoyarbangladesh.com
Developed by: A TO Z IT HOST
Tuhin