তিতাসে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিঃ আহত ১
নিজস্ব প্রতিবেদক।। ৩১/৭/২১
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর বাজারে বালু ও ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে কালাম গ্রুপ বনাম হাবিব গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মাছিমপুর বাজারের মাঠ সংলগ্ন স্থানে ৩১ জুলাই শনিবার দুপুর ১২ টার দিকে।
মারামারিতে আবু কালাম (৩০) আহত হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এই বিষয়ে আহত কালাম জানান, আমি অনেক দিন যাবত ড্রেজার ব্যবসা করছি। সেই সুবাধে মাছিমপুর গ্রামের মৃত ফজলুল হক ভূইয়ার ছেলে দেলোয়ার ভূইয়ার সাথে আমার চুক্তি হয় তার ৪০ শতক জায়গা বালু দিয়ে আমি ভরাট করে দিব। এতে বাধ সাধে হাবিব। সে নাকি মাটি ভরাট করবে। এই নিয়ে গত ২৯ জুলাই তার সাথে আমার কথা কাটাকাটি হয়। আমি তিতাস থানায় একটি লিখিত অভিযোগও করি। এই বিষয়ে আজকে তদন্তে আসার কথা এসআই ইমরুল হাসান। আমি তার জন্য অপেক্ষা করতে থাকি কিন্তু পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হাবিব সরকার, আনিছ, ফয়সাল খান, নাসিম, হানিফ ও আলমগীরগংরা আমার উপর অর্তর্কিত হামলা চালায়, আমার সাথে থাকা ২ লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি তো আর জোর করে কাজ নেই নাই। জমির মালিক রেট কম পেয়েছে তাই আমাকে দিয়েছে। এতে আমার কি দোষ?
এই বিষয়ে হাবিব সরকার বলেন, আমি মারামারির কিছুই জানি না। আমি মারামারি থামাতে গিয়ে এখন নিজেই অপরাধী হয়েছি।
তিতাস থানার এসআই ইমরুল হাসান বলেন, মাছিমপুর গ্রামের মনির হোসেন মুন্সির ছেলে আবু কালামের অভিযোগ তদন্ত করতে গিয়ে শুনি মারামারি হয়েছে। গিয়ে দেখি অনেক লোকজন জড়ো হয়েছে, তবে আমি মারামারি দেখিনি। যেহেতু অভিযোগ পূর্বেই ছিল, সেহেতু যেই দোষী হোক তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।