সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তা ভালোই জানেন দিশা পাটানি। সোমবারও তেমনই কিছু করলেন এই বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন দিশা। সেখানে নৃত্য নির্দেশক বন্ধু অঙ্কন সেনের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তাকে। একটি ঢলঢলে সোয়েট শার্ট এবং ট্র্যাক প্যান্টস পরে বন্ধুর সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন তিনি। দিশার নাচে মুগ্ধ হয়েছেন প্রেমিক টাইগার শ্রফ। বলিউডে এই অভিনেতার নাচের দক্ষতার প্রশংসা শুনতে পাওয়া যায় প্রায়শই। হৃতিক রোশনের সঙ্গেও তুলনা করা হয় তাকে। সেই টাইগার প্রেমিকা দিশার নাচ দেখে লিখেছেন, ‘স্নিগ্ধ’। ভালোবাসা প্রকাশ করতে তার সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজি। টাইগার একা নন, অভিনেতার বোন কৃষ্ণা শ্রফও দিশার নাচে মুগ্ধ। দিশার পোস্টের মন্তব্যে চোখ রাখলে তা আরও স্পষ্ট হয়ে যায়। টাইগার বা দিশা, কেউই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন না। তবে দু’জনের রসায়ন আর কারোরই অজানা নয়। একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে সময় কাটানো ভালোই চলছে তাদের। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এসব গোপন থাকছে না।