তিন ম্যাচের সিরিজে ১-১-এ সমতা থাকায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল ফাইনালে। সেই ম্যাচে ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে অজিরা। কেনসিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ছাড়া কেউই বলার মতো স্কোর করতে পারেননি। ওপেনিংয়ে নেমে ৬৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন লুইস। এ ছাড়া ড্যারেন ব্রাভো ১৮ রান করেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৩টি উইকেট লাভ করেন। এ ছাড়া জস হ্যাজেলউড, অ্যাটশন আগার ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট শিকার করেন। ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রায় ২০ ওভার হাতের রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। ম্যাথু ওয়েড ৫১ ও অ্যাটশন আগার ১৯ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে আসে ৩৫ রান। ম্যাচসেরা হন অ্যাটশন আগার ও সিরিজসেরা হন মিচেল স্টার্ক।